টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ ২৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৪৫) নামের এক অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার নিউরুসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তোফাজ্জল উপজেলার কীর্ত্তণখোলা গ্রামের কায়েম উদ্দিনের ছেলে। সে সখীপুরে ব্যাটারী চালিত অটো চালাতো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল তোফাজ্জল হোসেন যাত্রী নিয়ে সখীপুর থেকে নলুয়া যাওয়ার পথে আড়ালিয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অন্য একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে অটো চালক তোফাজ্জল হোসেন গুরুতর আহত হয়। তাকে ওই দিনই ঢাকার নিউরুসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সাতদিন পর মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়