প্রচ্ছদ /
জাতীয়, ঢাকা, নির্বাচিত সংবাদ, বিভাগীয় খবর, বিশেষ প্রতিবেদন, লাইফস্টাইল, শিরোনাম, সখীপুর, সমগ্র টাঙ্গাইল, স্লাইড
টাঙ্গাইলের সখীপুরে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ ২৫ বার পড়া হয়েছে
সখীপুর প্রতিনিধি: গতকাল সোমবার বেলা ১১টায় সখীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার। এছাড়া বক্তব্য রাখেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক কমা-ার আমজাদ হোসেন, সাবেক কমা-ার এম ও গণি, আবদুল্লাহ মিয়া প্রমুখ।
এদিকে এ দিবস উপলক্ষে ডিঅমস (ডিগ্রি, অনার্স, মাস্টার্স স্টুডেন্টস্) অ্যাসোসিয়েশন ও সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব নামের দুইটি ছাত্র সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।