ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মির্জাপুরের প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮ ২৭ বার পড়া হয়েছে

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৬ মাস ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে লেখাপড়া সহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।এরমধ্যে ৬৪ টি বিদ্যালয়ে গত ৬ মাস ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া সহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রধান শিক্ষক বিহীন বিদ্যালয় গুলো হল পেকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উফুলকি আটিয়ামামুদপুর, কলিমাজানী, বানাইল, বাঙ্গুরী, নামদারপুর, টি নয়াপাড়া, ঝোপবাড়ি, অভিরামপুর, পাচগাও, বংশিনগর, বাশতৈল, গায়রাবেতিল, পলাশতলি, পাথালিয়াপাড়া, হাড়িয়া, কামারপাড়া, বরদাম, সোহরাবনগর, আমড়াইল তেলিপাড়া, থলপাড়া, নতুন কহেলা, বন্দেকাওয়ালজানী, খৈলসিন্দুর, তরফপুর, গাজেশ্বরী, নওগাও, আন্দিপাড়া, আমড়াতৈল, সিবিএ, সেহরাতৈল, চৌবাড়িয়া, মজিদপুর, কহেলা, সৈয়দপুর, ঘাগরাই, খুইদারচালা, কটামারা, পাকুল্যা, মারিশন, আউশাচালা, কাহারতা, বরচালা, হরতকীচালা, আগচামড়ী, নিলজা, দিঘুলিয়া, সতানরী, তরফপুর, মৈশামুড়া, হালুয়াপাড়া, মির্জাপুর ক্যাডেট কলেজ, ছলিমনগর, ঘাগড়াই দক্ষিন, দাতপাড়া, বংখুরী, গোড়াকী, বুড়িহাটী, পানিশাইল, বহনতলী, কুড়িপাড়া মধুরটেকি, নিশ্চিন্তপুর, রহিমপুর।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন শুন্য পদ গুলো পুরনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলের মির্জাপুরের প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৬ মাস ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে লেখাপড়া সহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।এরমধ্যে ৬৪ টি বিদ্যালয়ে গত ৬ মাস ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া সহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রধান শিক্ষক বিহীন বিদ্যালয় গুলো হল পেকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উফুলকি আটিয়ামামুদপুর, কলিমাজানী, বানাইল, বাঙ্গুরী, নামদারপুর, টি নয়াপাড়া, ঝোপবাড়ি, অভিরামপুর, পাচগাও, বংশিনগর, বাশতৈল, গায়রাবেতিল, পলাশতলি, পাথালিয়াপাড়া, হাড়িয়া, কামারপাড়া, বরদাম, সোহরাবনগর, আমড়াইল তেলিপাড়া, থলপাড়া, নতুন কহেলা, বন্দেকাওয়ালজানী, খৈলসিন্দুর, তরফপুর, গাজেশ্বরী, নওগাও, আন্দিপাড়া, আমড়াতৈল, সিবিএ, সেহরাতৈল, চৌবাড়িয়া, মজিদপুর, কহেলা, সৈয়দপুর, ঘাগরাই, খুইদারচালা, কটামারা, পাকুল্যা, মারিশন, আউশাচালা, কাহারতা, বরচালা, হরতকীচালা, আগচামড়ী, নিলজা, দিঘুলিয়া, সতানরী, তরফপুর, মৈশামুড়া, হালুয়াপাড়া, মির্জাপুর ক্যাডেট কলেজ, ছলিমনগর, ঘাগড়াই দক্ষিন, দাতপাড়া, বংখুরী, গোড়াকী, বুড়িহাটী, পানিশাইল, বহনতলী, কুড়িপাড়া মধুরটেকি, নিশ্চিন্তপুর, রহিমপুর।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন শুন্য পদ গুলো পুরনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।