টাঙ্গাইলের বাসাইলে ‘ঠিকানা’র উদ্যোগে এক অসহায় বৃদ্ধাকে বাসস্থান
- আপডেট সময় : ০৮:৫৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮ ৩৮ বার পড়া হয়েছে
বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে পালী সুন্দরী নামের এক অসহায় বৃদ্ধাকে ঘর তৈরি করে দিলেন ‘ঠিকানা’। এ সহায়তা পেলেন পালী সুন্দরী বাসাইল বাদ্যকর পাড়ার মৃত দীনেশ চন্দ্র বাদ্যকরের স্ত্রী। বুধবার (১১ এপ্রিল) বিকেলে ঘরটির মালিকানা ও চাবি পালী সুন্দরীর কাছে হস্তান্তর করেন সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র চেয়ারম্যান মাসুদুজ্জামান রুমেল। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদসহ ‘ঠিকানা’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, দুই সন্তান থাকা সত্বেও পালী সুন্দরীর মাথাগোঁজার থাঁই ছিল না। তিনি ভিক্ষা করে কোন রকমে দিনপাত করতেন। এমতাবস্থায় তিনি ‘ঠিকানা’র এক সদস্যের কাছে বিষয়টি জানায়। পরে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে টিনের একটি বাসস্থান তৈরি করে দেয়া হয়।
সহায়তা পাওয়া পালী সুন্দরী বলেন, আমারে থাকবার জন্য যারা ঘর বানাইয়া দিলো তাদের কাছে আমি ঋণী। ভগবান তাদের ভালো করবেন।
ঠিকানা’র চেয়ারম্যান মাসুদুজ্জামান রুমেল বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরেই অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।