প্রচ্ছদ /
খেলার খবর, ঢাকা, নির্বাচিত সংবাদ, বাসাইল, বিচিত্র খবর, বিনোদন জগত, বিভাগীয় খবর, বিশেষ প্রতিবেদন, মিডিয়া কর্ণার, শিরোনাম, শিল্প-সাহিত্য, সমগ্র টাঙ্গাইল, স্লাইড
টাঙ্গাইলের বাসাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ ১০৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বাসাইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণের স্বীকৃতির অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ২২ মার্চ দুপুরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে উপজেলা প্রশাসন এ লাঠি খেলার আয়োজন করে।
কাঁসির বাদ্য আর ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলেন লাঠিয়ালরা। লাঠি দিয়ে অন্যের আক্রমণ ঠেকিয়ে দেন অন্য লাঠিয়ালরা, যা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। ফিরিয়ে নিয়ে যায় চিরচেনা সেই গ্রাম বাংলার দৃশ্যপটে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ।