টাঙ্গাইলের পৌর এলাকার ব্যাটারী চালিত অটো রিক্সা শো-রুমে ভ্রাম্যমান আদালত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ ৪৫ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন স্থানে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গোলাম মাসুম প্রধান এর নেতৃত্বে টাঙ্গাইল শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ১৪টি ব্যাটারি চালিত অটো রিক্সা শো-রুমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. শাহরিয়ার রহমান, নুজহাত তাসনিম আউনসহ র্যাব ও পুশিল সদস্যরা এ অভিযানে সহায়তা করে। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে ১৪টি ব্যাটারি চালিত অটো রিক্সা বিক্রি কেন্দ্রের দোকান সিলগালা করা হয়।