টাঙ্গাইলের নাগরপুরে বাপেক্সের গ্যাস অনুসন্ধান জরিপ চলছে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮ ৩৭ বার পড়া হয়েছে
নাগরপুর,প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে গ্যাস অনুসন্ধান জরিপ কাজ পরিচালনা করছে বাপেক্স ।নাগরপুর ধলেশ্বরী নদী ঘেরা ও চর অঞ্চল বেষ্টিত একটি উপজেলা শহর।সম্ভাব্য এলাকায় বাপেক্স গ্যাস অনুসন্ধান কাজ পরিচালনা করছে।নাগরপুর উপজেলার ভাদড়া,ধুবড়িয়া,শুনসি,মেঘনা,পাকসা মাইজাল সহ বিভিন্ন এলাকায় গ্যাস অনুসন্ধান জরিপ চালায়।গত দুমাস যাবত বাপেক্সের শ্রমিকরা নাগরপুরে অবস্হান করে গ্যাসের সন্ধান কাজ চালায় ।নাগরপুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা ব্যাপক।নাগরপুরে গ্যাস পাওয়া গেলে নাগরপুরবাসী উন্নয়নের মাইলফলকে পৌছে যাবে।গ্যাস শিল্পকারখানা স্হাপনে বিশেষ ভূমিকা পালন করে থাকে।নাগরপুরে কারখানা স্হাপিত হওয়া একান্ত দরকার।শিল্পকারখানা স্হাপিত হলে নাগরপুরের অর্থনৈতিক উন্নয়ন সংগঠিত হবে।