টাঙ্গাইলের ঘাটাইলে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ ৩০ বার পড়া হয়েছে
সোমবার ( ২৬ মার্চ) দুপুর ১২ সময় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় টুলি খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। সে উপজেলার কুরমুশী গ্রামের আঃ সালামের মেয়ে এবং বাগুনডালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক আলী হোসেন জানান,“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পাই। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি প্রেম ঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।”