প্রচ্ছদ /
অপরাধ জগত, আইন আদালত, গোপালপুর, ঢাকা, নারী ও শিশু কর্ণার, বাল্যবিবাহ ও ইভটিজিং, বিভাগীয় খবর, শিক্ষাঙ্গন, শিরোনাম, সমগ্র টাঙ্গাইল, স্লাইড
টাঙ্গাইলের গোপালপুরে ইভটিজিং করায় এইচএসসি পরীক্ষার্থীর কারাদন্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮ ৩৭ বার পড়া হয়েছে
বুধবার দুপুরে ফরহাদ হোসেন উজ্জল(১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ফরহাদ পৌরশহরের সূতী দিঘুলীপাড়ার বদিউজ্জামানের ছেলে।সে গোপালপুর কলেজ থেকে এবারের ২০১৮ এইচএসসি পরীক্ষার্থী।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, অনেকদিন ধরে সূতী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে একদল বখাটে ছাত্রীদের ইভটিজিং করত। বুধবার সকালে ছাত্রীরা ওই ফটক দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার সময় বখাটেরা পুনরায় ইভটিজিং করার সময় থানা পুলিশ হাতেনাতে উজ্জলকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন ওই বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষক-শিক্ষার্থীর সামনে এ সাজা প্রদান করেন।