টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
- আপডেট সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ ২৭ বার পড়া হয়েছে
১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় মরিচা-পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা মধ্যপাড়া হইতে কাহিলাবাদ পর্যন্ত রাস্তা হেরিং বন্ড (এইচবিবি) উন্নয়ন করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
এ সময় নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুস সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইয়ার মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল কাদের , নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএইচ রানা সিদ্দিকী, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকবর বিএসসি প্রমুখ।