টাংগাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮ ২৪ বার পড়া হয়েছে
সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে নজরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কচুয়া ছাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নজরুল। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখীপুর হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।