টাংগাইলের মির্জাপুরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮ ৩২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে সখিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে এ বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহত সখিনা বেগম হাড়ভাঙা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, বুধবার সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে খোলা জমিতে ধান শুকানোর উঠান তৈরির কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে সখিনা বেগম গুরুতর আহত হন। পরে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া বজ্রপাতে গৃহবধুর মত্যু হওয়ার কথা স্বীকার করেছেন।