প্রচ্ছদ /
অপরাধ জগত, কালিহাতী, ঢাকা, নারী ও শিশু কর্ণার, বিভাগীয় খবর, মানবপাচার ও সন্ত্রাসী, শিরোনাম, সমগ্র টাঙ্গাইল, স্লাইড
টাংগাইলের কালিহাতীতে শিশু পাচারকারিকে গনপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি এবং অাটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮ ৩৪ বার পড়া হয়েছে
কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে এক শিশু পাচারকারিকে গনপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মোঃ জামাল মিয়া (৪২)। তিনি উপজেলার মোমিননগর গ্রামের কালু মিয়ার ছেলে।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন চেতনা নিউজকে জানান, সকালে জামাল মিয়া বল্লা বাজার এলাকায় ৬/৭বছরের এক শিশুকে ফুসলিয়ে অনত্র নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন তাকে ধরে গনপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হসাপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ওসি।