টাংগাইলের কালিহাতীতে পুত্রের হাতে পিতা খুন ! পুত্র আটক
- আপডেট সময় : ১০:৩০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮ ৩৭ বার পড়া হয়েছে
সোহেল রানা কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে পুত্রের হাতে পিতা খুন হয়েছে। নিহতের নাম আব্দুল জব্বার(৬৫)।
২৭ মে রবিবার দিবাগত রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা পুত্র বিল্লাল হোসেন (২৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কালিহাতী থানার এসআই ছানোয়ার হোসেন জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেহেরী খাওয়ার জন্য উঠে প্রাকৃতিক কাজ সারার জন্য বাইরে যান আব্দুল জব্বার। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে পুত্র বিল্লাল হোসেন পিতাকে কুপিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় লোকজন রাতেই ছেলেকে ধরে আটক করে রাখে এবং সকালে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ছেলেটি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানায়।