ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জাফর ইকবালকে সিএমএইচে আনতে হেলিকপ্টার পাঠানো হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮ ২২ বার পড়া হয়েছে

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নিয়ে আসা হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ শিক্ষককে নিয়ে আসতে হেলিকপ্টার পাঠানো হচ্ছে।
ছুরিকাঘাতে আহত ড. মুহাম্মদ জাফর ইকবাল শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন চিকিৎসক এবং উপস্থিত শিক্ষার্থীরা।  তবে এখনও তাকে অপারেশন থিয়েটারে (ওটি) রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, সিটিস্ক্যান শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে তার সর্বশেষ অবস্থা জানাবে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে এক যুবক।  ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসব ছিল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন  ড. মুহাম্মদ জাফর ইকবাল। সন্ধ্যার দিকে এক যুবক হঠাৎ পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে পুলিশের মাইক্রোবাসে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পর ছুরিকাঘাতকারী যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে ছাত্ররা। তবে  তার নাম পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাফর ইকবালকে সিএমএইচে আনতে হেলিকপ্টার পাঠানো হচ্ছে

আপডেট সময় : ০৫:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নিয়ে আসা হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ শিক্ষককে নিয়ে আসতে হেলিকপ্টার পাঠানো হচ্ছে।
ছুরিকাঘাতে আহত ড. মুহাম্মদ জাফর ইকবাল শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন চিকিৎসক এবং উপস্থিত শিক্ষার্থীরা।  তবে এখনও তাকে অপারেশন থিয়েটারে (ওটি) রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, সিটিস্ক্যান শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে তার সর্বশেষ অবস্থা জানাবে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে এক যুবক।  ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসব ছিল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন  ড. মুহাম্মদ জাফর ইকবাল। সন্ধ্যার দিকে এক যুবক হঠাৎ পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে পুলিশের মাইক্রোবাসে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পর ছুরিকাঘাতকারী যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে ছাত্ররা। তবে  তার নাম পরিচয় জানা যায়নি।