চিরবিদায় ফেরদৌসী প্রিয়ভাষিণী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ ২৭ বার পড়া হয়েছে
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রয়াত ভাস্কর-মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুর খবরে শিল্পী, সাংস্কৃতিক অঙ্গনের |অনেকেই ছুটে যান হাসপাতালে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এক ঘন্টা কফিন রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ওইদিন জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।”
আগামী ১০ মার্চ বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুক্তিযোদ্ধার জন্য নাগরিক শোকসভার আয়োজন করা হবে বলে জানান তিনি।