চলতি মাসেই একাধিক কালবৈশাখী হবার সম্ভাবনা ।
- আপডেট সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
মার্চ মাসজুড়েই সারা বাংলাদেশে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। চলতি মাসের শেষের দিকে সারা বাংলাদেশে তাপ প্রবাহ বয়ে যেতে পারে। যার ফলে চলতি মাসেই বেশ কয়েকটি কালবৈশাখী হবার সম্ভাবনা রয়েছে। রোববার আবহাওয়া অফিসের এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জনাব আজিজুর রহমান বলেন, মার্চ মাস জুড়েই সারা বাংলাদেশের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে। দুই থেকে তিনটি হালকা কালবৈশাখী এবং একটি তীব্র কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। তাছাড়া দেশে হালকা থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে বলে তিনি জানান।
উল্লেখ্য তাপমাত্রা ৩৬ থেকে ৩৮° সেলসিয়াস পর্যন্ত হলে সেটাকে মৃদু তার প্রবাহ এবং ৩৮ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত হলে তাকে মাঝারি তাপ্রবাহ বলা হয়। আর ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে সেটাকে তীব্র তাপ প্রবাহ বলে।
এস এম সজল/ব্যতিক্রম নিউজ/ঢাকা।