প্রচ্ছদ /
জাতীয়, ঢাকা, নির্বাচিত সংবাদ, বিভাগীয় খবর, বিশেষ প্রতিবেদন, রাজধানী, শিরোনাম, সারাবিশ্ব, স্লাইড
গাজীপুরে তুলার গুদামে আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮ ৩৯ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার ভোরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামক একটি কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা কাজ করে,জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার টিনশেডের একতলা ভবনের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, শ্রীপুরের ২টি ও ভালুকার ১টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।