গর্তে পড়ে প্রাণ হারাল শিশু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮ ৫০ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমায় রিং টিউবওয়েল স্থাপনের জন্য খোঁড়া গর্তে তুমপাও ম্রো নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার ২৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের আবাসিক ছাত্রাবাসের সামনেই এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে আবাসিক ছাত্রাবাসের সামনেই খেলাধুলা করছিল তুমপাও। খেলার একপর্যায়ে নির্মিত রিং টিউবওয়েলের গর্তে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তার দেহটি টিউবওয়েলের গর্ত থেকে উদ্ধার করে।