কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮ ৩৯ বার পড়া হয়েছে
কোটা পদ্ধতি সংস্কারের ৫ দফা দাবীতে প্রায় আধা ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলে আশেকপুর বাইপাসে এ অবরোধ কর্মসূচি পালন করে।
বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই, স্লোগানকে সামনে রেখে অবরোধ কর্মসুচি পালন করা হয়। কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেয়া, চাকরি পরীক্ষায় কোটা পদ্ধতি একাধিকবার ব্যবহার না করা, কোটায় বিশেষ ধরনের কোন পরীক্ষা না পাওয়া এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারন করা এই ৫ দাবীতে অবরোধ করেছে সাধারন শিক্ষার্থীরা।
এসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাসেল কবির, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিজান, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের আরিফ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের হাসানুল বাশার মিরন, ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আপন, পরিসংখ্যান বিভাগের সাইফুল ইসলাম ও বাবলু, রসায়ন বিভাগের মোখলেছুর রহমান মুহিতসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।