কালিহাতীতে চাঞ্চল্যকর সলিড হত্যা মামলার প্রধান আসামী মজনু গ্রেফতার! জেলহাজতে প্রেরণ
- আপডেট সময় : ০৬:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ ৩০ বার পড়া হয়েছে
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর চাঞ্চল্যকর শফিকুল ইসলাম সলিড হত্যার ১৪ মাস পর প্রধান আসামী মজনু(৩৫) ওরফে ক্যাপস্টেনকে শুক্রবার সকালে দেলদুয়ার উপজেলার গাদতলা গ্রামের আলমগীর নামের জনৈক পীরের বাড়ি থেকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
জানা যায়, গত ২০১৭ সালের ১০ জানুয়ারী সলিড তার নিজ গ্রাম বলদকুড়া থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৭ দিন পর তার ভাই রমজান আলী বাদী হয়ে কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করে। পরে ২২ এপ্রিল’১৭ আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা তদন্তকালে কালিহাতী থানার এস আই সাইদুল ইসলাম সলিডের বন্ধু রায়হানকে গ্রেফতার করে। রায়হানের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে কালিহাতী থানা পুলিশ বাসাইল উপজেলার নোন্দা বিল থেকে নিহতের কংকাল উদ্ধার করে। দীর্ঘদিন এ মামলার আসামীরা পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার গাদতলা থেকে এ মামলার প্রধান আসামী মজনু(৩৫) ওরফে ক্যাপস্টেনকে গ্রেফতার করা হয়েছে।
৭ এপ্রিল শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামি মজনু(৩৫) ওরফে ক্যাপস্টেনকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।