আজ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস
- আপডেট সময় : ০৪:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮ ৪০ বার পড়া হয়েছে
আজ ২ মার্চ, ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ১৯৭১ সালের এই দিনে কারফিউ ভেঙে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। সেদিন পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু, জুলুম উপেক্ষা করে ছাত্র সমাজ ও জনতা জানিয়ে দিলো বাঙালিরা কারও কাছে মাথা নত করবে না।
‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।