
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরি্যষদের সভাপতি মোবারক হোসেন সিদ্দিকী, বিদ্যালয়ের প্র্যধান শিক্ষক জুলহাস উদ্দিন, উপজেলা আ.লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ। এর আগে সংসদ সদস্য খান আহমেদ শুভ ১কোটি ৭৮ লাখ ৪২ হাজার ৩১৯ টাকা ব্যয়ে কদিম ধল্যা আরএইচডি(বাজার) হইতে উয়ার্শী ইউপিসি সড়ক ভায়া বরাটি বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।