
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি’র উদ্যোগে গতকাল বিকালে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা রামপাল গ্রামে মুন্সিয়ানা পাঠশালায় শিক্ষায় অনগ্রসর ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের চেয়ার ছিলেন রোটারিয়ান ড. মোহা. তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. তাহমিনা খান, সেক্রেটারি রোটারিয়ান মোঃ সামছুল আলম শিবলী, অ্যাসিসটেন্ট গভর্নর ড. মোঃ হারুন অর রশিদ, রোটারিয়ান অধ্যাপক ড. নাজমুস সাদেকীন, রোটারিয়ান মোঃ আতাউর রহমান রিপন, রোটারিয়ান মোঃ আব্দুল জলিল ইমন ও রোটারিয়ান আরিফুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হক। বক্তব্য রাখেন বিকেএসপির অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও মুন্সিয়ানা পাঠশালার পরিচালক মোঃ সোলাইমান, মাভাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর হোসাইন ও সহকারী রেজিস্ট্রার মির্জা রফিকুল ইসলাম।
আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করা হয়। পরে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির আগামী এক বছরের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য, এই পাঠশালায় বর্তমান ৩০ জন অনগ্রসর ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে তাদের লেখাপড়া ও তাদের সার্বক্ষণিক তত্তাবধান করার দায়িত্ব পালন করছেন বিকেএসপির অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ সোলাইমান।