
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে ।
বাংলাদেশ তামাক বিরোধী জোট ও স্বরণী মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার(১জুন) সকাল সাড়ে দশটায় তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী ও সাধারণ গ্রন্থাগারে আলোচনা আয়োজন করা হয়েছে।
তামাক নয়, খাদ্য ফলান এই শ্লোগানে সামনে রেখে “তামাক মুক্ত” বাংলাদেশ গড়তে চ্যানেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রাণী প্রামানিক ।
এ সময় উপস্থিত ছিলেন নজরুল গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক অণিক রহমান বুলবুল, সময়ের সাহিত্য কন্ঠের সম্পাদক কবি আযাদ কামাল, নাটোরের প্রগ্রাম অফিসার মো: শাহিনুর রহমান, শাহানারা বেগম, মানবাধিকার কর্মী সম্পা সূত্রধর, দেবব্রত দাশ, কামরুল হাসান, সজিব হোসেন, সৌরভ সরকার রাকিব রনি, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ।
আলোচনা শেষে জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়।