
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর কল্যান তহবীল থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। শনিবার ও রবিবার উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে তিনি এই চেকগুলি বিতরণ করেন।
জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামের অসুুস্থ দরিদ্র লোকজন চিকিৎসা সহায়তার জন্য সংসদ সদস্য খান আহমেদ শুভর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন।এরমধ্যে ২৯ জনের নামে ১৪ লক্ষাধিক টাকার চেক অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদকৃত চেক খান আহমেদ শুভ এমপি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে বিতরণের উদ্যোগ নেন। শনিবার ও ররিবার তিনি উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ২৯ জন সুবিধাভোগীর হাতে চেক তুলে দেন বলে জানা গেছে।
খান আহমেদ শুভ এমপি বলেন, সুবিধাভোগীরা অধিকাংশই অসুস্থতার কারনে চলাচল করতে পারেনা। সেজন্যই মাননীয় প্রধানন্ত্রীর দেয়া আর্থিক অনুদানের চেকগুলি তাদের বাড়িতে গিয়ে হাতে তুলে দিয়েছি এবং তাদের খোজখবরও নিয়েছি।