
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : নানা কর্মসুচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, নাগরপুর প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে প্রস্পস্তবক অর্পন করে। পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্যরেডে অংশ নেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। আলোচনা সভা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে স্বাধীনতা দিবসে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ ও গণ্যম্যান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।