
সোনালী বাংলাদেশ নিউজডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়ায় ১৯৭১ সালের সম্মুখ যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘মুক্তির পথ’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে নবনির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, বীর মুক্তিযোদ্ধা আম্বার আলী খান প্রমুখ।
১৯৭১ সালে ৩০ অক্টোবর বাঁশতৈল নয়াপাড়ায় পাকবাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। ওই যুদ্ধে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গোহাইল বাড়ী (নাগবাড়ী) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ও বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, বাঁশতৈল নয়াপাড়া গ্রামের ঈমান আলী, কাচ্ছেদ আলী, আব্দুল মালেক, মফেজ উদ্দিন, পন্ডিত আলী, আব্দুল কাদের, ছালাম পাগলা, ঠান্ডু মিয়া শহীদ হন। উপজেলা প্রকৌশল অফিসের কারিগরি সহযোগিতায় স্মৃতিসৌধটি বাঁশতৈল ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করেছে।
সে দিনের সেই যুদ্ধের শহীদদের স্মরণে উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে বলে ইউএনও হাফিজুর রহমান জানিয়েছেন।