শিরোনাম
বিদ্যুতখাতে অনিয়ম ও দূর্নীতিসহ অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে বিএনপির ধর্মঘট Headline Bullet       টাঙ্গাইলের নারী উদ্যোক্তাকে মারধর, দোকান ও বাড়িতে লুটপাটের অভিযোগ Headline Bullet       নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet      

টাঙ্গাইলে এসপি’র কাছে থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও চকলেট পেলো সুবিধাবঞ্চিত শিশুরা

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২১ মার্চ ২০২৩ - ০৬:৪১:০০ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ স্কুল। দেশের অন্যতম ডিজিটাল সংবাদ মাধ্যম সিএনআই এর সিইও -হেড অব নিউজ ও ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা জুয়েল আহমেদ ২০১২ সালে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অবৈতনিক এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

শিশুদের একটি অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি ভালোবাসা নিদর্শন স্বরূপ স্কুলের দুই শতাধিক ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস ও মিষ্টি চকলেট বিতরণ করেন। পুলিশ সুপার এর কাছে থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও চকলেট পেয়ে খুশী সুবিধাবঞ্চিত শিশুরা। সিএনআই-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সঞ্চালনায় শিশুদের মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা নতুন পোষাক প্রদান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান – ফ্রেন্ডশিপ স্কুল, দেশ ও সমাজের উন্নয়নের জন্য যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি এই স্কুলের উন্নয়নকল্পে আমার সাধ্য অনুযায়ী কাজ করে যাবো। তিনি আরো  বলেন, সবকিছু দেখে মনে হলো, অদূর ভবিষ্যতে এই স্কুলের কার্যক্রম টাঙ্গাইলসহ সারাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যাপক ভূমিকা রাখবে। তবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। এত ভালো একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আসলে ফ্রেন্ডশিপ স্কুল সমাজে ভালো কাজের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, আমি প্রত্যক্ষভাবে এই স্কুলের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছি। এই স্কুলের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবক ও সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফ্রেন্ডশিপ স্কুল টাঙ্গাইলে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই শতাধিক শিশু শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। 

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: