
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : মানুষের কল্যাণ সংশ্লিষ্ট আছে,তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোওম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। এরই লক্ষ্যে টাঙ্গাইলে বারাকা খাদ্য প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৩ জানুয়ারি) কলেজ পাড়া,মির্জা বাড়ি এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বারাকা খাদ্য প্রদান কর্মসূচি’র প্রতিষ্ঠাতা মির্জা আল জুবেরী বেল্লাল, তার সহধর্মীনি এবং ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার শামছ উদ্দিন সায়েমসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য,এ কর্মসূচি’র মূল উদ্দেশ্য দূস্থ, অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাড়ানো। প্রতিষ্ঠাতা মির্জা আল জুবেরী বলেন-মানুষের কল্যাণ করাই আমার মূল উদ্দেশ্য। আমার টাঙ্গাইলের অনেক মানুষ খাবারে কষ্ট করে । তাদের যদি এক বেলা খাবার মুখে তুলে দিতে পারি এটাই আমরা শান্তি।
তিনি আরো বলেন,এখন প্রতি শুক্রবার দুপুরে খাবারের আয়োজন করা হচ্ছে। আশা করি আগামীতে প্রতিদিন দুপুরে খাবারের আয়োজন করার চেষ্টা করবো।