
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : থাকব ভালো, রাখব ভাল দেশ, বৈধ পথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ জানুয়ারি টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মুহাম্মদ আব্দুর রহিম সুজন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ।