
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলে নাগরপুরে এসএসসি ৯৩ ব্যাচের ৩০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত হযেছে। শুক্রবার দিন ব্যাপী নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এসএসসি ৯৩ ব্যাচ এ অনুষ্ঠানের আযোজন করে। আয়োজক কমিটির সভাপতি মো. সোলায়মান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে ৯৩ ব্যাচের সকল শিক্ষার্থী তাদের পরিবার বর্গ নিয়ে অংশ গ্রহণ করেন। এতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হয়। ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রধান অতিথি এমপি টিটুকে সম্মানোনা জানানো হয়। ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এসএসসি ৯৩ ব্যাচ।
অনুষ্ঠানে নাগরপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, দেলদুয়ার থানার ওসি মো. নাছির হোসেন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফারুক সরকারসহ ৯৩ ব্যাচের সকল শিক্ষার্থীরা ও বর্তমান এবং সাবেক শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএসসি ৯৩ ব্যাচ উদযাপন কমিটির সাধরণ সম্পাদক মো. রিপন শিকদার।