
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে হত্যার উদ্দেশ্যে মারামারির মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাউদ হাসান আজ রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পোষ্টকামুরী এলাকার মরহুম বদর উদ্দিনের ছেলে মো.বাচ্চু মিয়াকে ৪ বছর, মরহুম সামছু মিয়ার ছেলে ময়না মিয়াকে ৩ বছর, বাচ্চু মিয়ার ছেলে পারভেজকে ১ বছরের কারাদন্ড দেয়া হয় । রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল মোত্তালিব সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেন।
সাজা প্রাপ্ত আসামী বাচ্চু ও ময়নাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পারভেজ এখনো পলাতক রয়েছে।
এজাহার ও আদালত থেকে জানা গেছে, ২০১৭ সালের ৮ জুলাই সকালে বাদী পক্ষের লোকজন তাদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত বসতবাড়ির উপর পৌরসভার অনুমোদন নিয়ে কলাম ও ভীমের কাজ শেষ করে । ঘটনার দিন সকালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়া বাদীর পরিবারের সকলকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল ,লাঠি, রামদা দিয়া জখম করে পালিয়ে যায়।
এ ঘটনায় ২০১৭ সালের ৮ জুলাই আহতের ছেলে মো.সাজ্জাদ হোসেন মির্জাপুর থানায় মামলা করেন। যার মির্জাপুর থানার জি, আর মামলা নং-১৫২//২০১৭। মামলায় ৮ জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।