
সোনালী বাংলাদশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে স্মৃতিচারণ, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
শনিবার(৭ জানুয়ারী) দিনব্যাপি এসএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়েছে। হাড় কাঁপানো শীত আর কুয়াশার মধ্যেও সকাল থেকে ৯২ ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে সমবেত হতে থাকেন। সকাল দ্যশটা থেকে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে শুরু হয় মুল অনুষ্টান। অনুষ্টানে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগ দেন স্থনাীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। স্মৃতিচারণ ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন পুণর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান। বক্তৃতা করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আ.লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোবারক হোসেন সিদ্দিকী, প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, ৯২ ব্যাচের শিক্ষার্থী ও উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল, ডা. শাহিনুর রহমান শাওন প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থী এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সন্ধায় সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।