
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাদেকুর রহমান তার চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যান তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদানের চেক গ্রহন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ অনুদানের চেকটি গ্রহন করে সাদেকুর রহমানের হাতে তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির ও সৈয়দ ওয়াহিদ ইকবাল, আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
মির্জাপুর বাজারের বাসিন্দা মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাদেকুর রহমান দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারনে চিকিৎসাকরতে পারছিরেননা। পরে তিনি স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর সয়নাপন্ন হন। সংসদ সদস্যের পরামর্শে সাদেকুর রহমান প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তার জন্য আবেদন করেন। বৃহস্পতিবার খান আহমেদ শুভ এমপি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুদানের চেকটি গ্রহন করে সাদেকুর রহমানের হাতে তুলে দেন।
সাদেকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন। আমি খুবই খুশি হয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খান আহমেদ শুভ এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।