
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে দুইদিনব্যাপি অনুষ্ঠিত ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে।
মির্জাপুর সরকারি কলেজ তাদের উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করে প্রথম হয়েছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার এই মেলার সমাপ্তি হয়। উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। এতে মির্জাপুর সরকারি কলেজ তাদের উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করে এবং কুইচ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে। সমাপনী দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলা উপলক্ষে কুইচ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আমিনুল ইসলাম বুলবুলে সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন প্রমুখ। পরে বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন এবং কুইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।