
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়নে পরীক্ষায় দায়িত্ব পালনরত অব¯’ায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজামালের মৃত্যু হয়েছে। এ সময় কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির হিসাব বিজ্ঞান পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন তিনি
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিএম কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় ওই ইউনিউনের মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম শাহজামাল। তিনি ভূঞাপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিলেন।
বিএম কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন শাহজামালসহ সেখানে দায়িত্বরত একজন চিকিৎসক ও শিক্ষকরা অফিস রুমে বসে ছিলাম। এমন সময় তিনি হঠাৎ উঠে গিয়ে নিজেই মাথায় পানি দেন। এরপর তিনি মূর্ছা যান। পরে দ্রæত তাকে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করার সময় শাহজামাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।