
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে দুই হাজার ছয়শ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শাহদাত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ,সিনিয়র সহ-সভাপতি আজাদ খানশুর, সাধারণ সম্পাদক মির্জা রাজিক,উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহজাহান আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ প্রমুখ ।
২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব চাষিদের ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।