
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে শিশুসহ দুইশতাধিক ডায়রিয়ায় আক্রান্ত। এতে ৮০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে বলে ধারনা করেছেন । বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা:মো.আশরাফুল আলম ।
এতে বুধবার ভোরে এলাকা জুড়ে দেখা দিয়েছে আতংক।
স্থানীয়রা জানান, গত রোববার স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে তবারক হিসাবে খিচুরি দেওয়া হয় । যারা খিচুরি খেয়েছেন তাদের অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত হয় ।এতে করে অসুস্থ হয়ে পড়েছেন শিশুসহ দুুইশতাধিক নারী পুরুষ। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে ডায়রিয়া আক্রান্তদেন দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য চেয়ারম্যান বাড়িতে আসতে বলা হ”ছ।
আলেয়া নামের এক নারী জানান, তিনদিন ধরে হঠাৎ করে গ্রামের শিশু, নারী পুরুষ অসুস্থ হয়ে পড়েন।
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, এখন পর্যন্ত শিশুসহ দুইশতাধিক নারী পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক নারীর মুত্য হয়েছে।
ডা: মো.আশরাফুল আলম বলেন, আক্রান্তদের চিকিৎসা দেয়া হ”েছ। গুরুতর রোগীদের হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।