
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির উদ্যোগে গণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে মেইন রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জেলা জাপার আহবায়ক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক এ্যাডভোকেট আবু তাহের, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সামছুল আলম লাল, এ্যাডভোকেট আবুল হোসেন, প্রফেসর আবু তায়েব এ্যাডভোকেট, আব্দুল কাদের তুলা। প্রধান বক্তা ছিলেন-জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার।
জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ফকির শাহ্ আলম সভা সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মতিন, আবু সাইদ আজাদ, আনোয়ার হোসেন, মাহাবুব হাসান খানসহ জেলা, উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র দিবস ঘোষণা করেন তৎকালিন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ ।