
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা গ্রামের ব্যাংড়া বিলে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে বালু খেকো মাসুম ও গাজী।
গত বুধবার (২ নভেম্বর) উপজেলা সহকারি ভূমি অফিসার আরিফুন্নাহার রিতার কাছে লিখিত অভিযোগ করেন সাইফুল ইসলাম ও মুকলেসুর রহমান।
অভিযোগকারী সাইফুল ইসলাম জানান,কাউলজানী বার্থা গ্রামে ব্যাংড়া বিলে থেকে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট ও জমিতে বাড়ি তৈরি করতে ড্রেজার দিয়ে বালু ফেলছে।যে জায়গাতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, সেখানে আমাদের জমি রয়েছে।আমার ১০৫ শতাংশ জমি ও আমার চাচার ৬০ শতাংশ জমি ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।বালু খেকো মাসুম ও গাজীকে মৌখিক ভাবে নিষেধ করা হলে তারা নানা রকম হুমকি,ভয়ভীতি প্রদর্শন করে।এমনকি প্রাণনাশের ভয় দেখায়।আমি ও আমার চাচা ঢাকায় থাকি।কোন উপায় না পেয়ে গত বুধবার(২ নভেম্বর)উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করি। রোববার (৬ নভেম্বর) এসিল্যান্ডের সাথে দেখা করি।কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) আরিফুন্নাহার রিতার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।