
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে ট্রেনে কাটাপড়ে সরকারী কর্মকর্তা নিহত হয়েছেন ।নিহত আব্দুস সোহবান(৪৫) তিনি টাঙ্গাইলে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের উপজেলা রিসোর্স সেন্টারের কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা য়ায় রাজশাহী ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল । ট্রেনটি দুপুরে ঘারিন্দা রেল স্টেশনে পৌছালে রেললাইনের উপর দাড়িয়ে থাকা লোকটিকে ট্রেনে ধাক্কা দেয় । এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
ঘারিন্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান , দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় । শুনেছি চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়েছে ।
রেলওয়ে পুলিশের টাঙ্গাইল স্টেশনের ফাঁড়ির ইনচার্জ মো. মুরাদ হোসেন জানান লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে।টুঙ্গি ফাঁড়ি থেকে একজন পুলিশ কর্মকর্তা লাশটির সুরতহাল প্রতিবেদন করবেন ।