
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার সাবেক দুই মেয়র শহীদুর রহমান ও এডভোকেট মোশারফ হোসেন মনি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। প্রথম দিনে পৌরসভা ও ভাতগ্রাম ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্ররেম উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধাদে মাঝে বিতরণ করা হবে।