শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

কালিহাতীতে ড্রেজার দিয়ে বালু তোলায় বাড়ি-ঘর বিলীন; প্রতিবাদে মানববন্ধন

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৫ নভেম্বর ২০২২ - ০৬:১৯:০৯ পিএম


টাঙ্গাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের ফলে কমপক্ষে ৩টি বাড়ি-ঘর নদীতে বিলিন হয়ে গেছে। হুমকিতে রয়েছে ৮-১০ টি বাড়ীসহ কয়েক একর ফসলি জমি। প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার(৫ নভেম্বর) দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনি মগড়া নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করেন ভুক্তভোগী ওই পরিবারে সদস্যরা।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, একই ইউনিয়নের আনালিয়াবাড়ি গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম শফি দীর্ঘ দশ-বার বছর যাবত এলেংজানী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় টুনিমগড়া মৌজার ঈদগাঁ মাঠ, মাদ্রাসার কিছু অংশ এবং তাদের ওই এলাকায় তিনটি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এলাকায় বালু খেকো শফি এতটাই প্রভাবশালী তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। ড্রেজার চালানোর প্রতিবাদ করলে মারধরসহ মিথ্যা মামলার ভয় দেখায়। তারা বলেন, প্রশাসন আসার আগেই শফি খবর পায় তাড়হিড়ো করে ড্রেজার খলে ফেলায় ড্রেজার ভাঙ্গতে পারেনা।
ভুক্তভোগী আমজাদ হোসেন, মো. আাব্দুল হালিম, আবুল হোসেন, জামাল মিঞা, আলাল হোসেন, আমিনুর ইসলাম, সোমেজ মিঞা সোহেল রানা ,মুনছুর আলী ,মহির উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবত নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ফসলি জমিসহ আমাদের বাড়ি-ঘর ভেঙ্গে গেছে। কিছু বাড়ি হুমকির মুখে রয়েছে। বাড়ি-ঘর ভেঙ্গে গেলে আমরা কি করমু? কোথায় গিয়ে বাড়ি ঘর বানামু? ছেলে-মেয়ে নিয়ে কোথায় বসবাস করব কান্না জড়িত কন্ঠে তারা এসব বলেন। তারা আারো বলেন, ড্রেজার ব্যবসায়ী শফি মগড়া পুলিশ ফাঁড়িকে টাকা পয়সা দিয়ে এ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে। আমরা গরীব মানুষ কোথায় বিচার চাইবো? অবশ্য মগড়া পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল হাকিম জানান বিষয়টি সত্য নয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন জানান, বিষযটি তিনি অবগত নন। খোঁজ নিয়ে অতিদ্রæত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: