
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে র্যালি আলোচনাসভার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। কমিউনিটি পুলিশিং মির্জাপুর উপজেলা শাখা এবং মির্জাপুর থানার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে।
শনিবার( ২৯ অক্টোবর) সকাল দশটায় মির্জাপুর থানা থেকে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সমন্বয়ে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে মির্জাপুর কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কলেজের শহীত ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে এক আলোচনাসভা অনসুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ও মির্জাপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর।
অন্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল)এস এম মনসুর মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত,উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহামুদ উজ্জল, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, আনাইতারা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল , আজগানা ইউপি চেয়ারম্যান কাদের সিকদার।