
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার তক্তারচালা এলাকা ৪০ কেজি গাজা সহ ৩ জনকে আটক করা হয়েছে ।
শুক্রবার ১৭ (জুন)বিকালে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) তাদের আটক ও গাঁজা উদ্ধার করে।
আটককৃতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাইসুল ইসলাম (২৮), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা চিতেশ্বরী গ্রামের মো. বাছেদ খানের ছেলে মো. উজ্জ্বল খান (৩৩)।
এছাড়াও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটা গ্রামের মৃত হাফিজুর রহমান ছেলে মো. নয়ন হোসেন (২০)।
টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি-দক্ষিণ) অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
এসময় তিনি আরো বলেন, গ্রেপ্তাকৃতদের কাছ থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।