
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক। তাঁকে দল থেকে কেনো বহিষ্কার করা হবেনা এ মর্মে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তিনি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশে যোগদান করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলা শোকজ নোটিশে বলা হয়েছে।উল্লেখ্য, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী আওয়ামীগ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে সেই দল থেকে বের হয়ে কৃষক শ্রমিক জনতালীগের মনোনয়ন পেয়ে কালিহাতী নির্বাচনী আসন থেকে এমপি পদে নির্বাচন করে পরাজিত হন।