
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার ২২ (মে) দুপুরে সাগরদিঘী ঘাটাইল-হামিদপুর আঞ্চলিক সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জিন্নাত আলী, যুগ্ম আহ্ববায়ক শামসুল আলম, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক কবির, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি টিটু মিয়া, উপজেলা ছাত্রলীগের সদস্য ফিরোজ শিকদার আলভী, ইউপি সদস্য, মোকাম্মেল হোসেন, শুকুর মাহমুদ মন্ডল, লিয়াকাট আলি।
কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন, একটি কুচক্র মহল চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তার ধারাবাহিকতায় কয়েক দিন আগে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চাালিয়েছেন। সেই অপপ্রচারের প্রতিবাদ জানান বক্তারা।