
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভ‚ঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের সচিব মো. সামাউন কবীরের উপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) জেলা শাখা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাস্মদ কায়সার।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বাপসার সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় কুমার সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।