
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলায় জামালপুরের বেঙ্গল টাইগার ক্লাবকে ৪-২ পয়েন্টে হারিয়ে ধুলেরচর সেভেন লায়ন্স ক্লাব বিজয়ী হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের এসপি চত্ত্বর মাঠে ধুলেরচর মুরুব্বিয়ান এসোসিয়েশন কেন্দ্রীয় ক্লাবের উদ্যোগে এ খেলার আয়োজন করে। খেলায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, পৌর কাউন্সিলর মো. ফরহাদ ইকবাল রুবেল, সাবেক কাউন্সিলর মো. শাহজাহান মিয়া বাবু প্রমুখ।
খেলায় জামালপুরের বেঙ্গল টাইগার ক্লাবকে ৪-২ পয়েন্টে হারিয়ে ধুলেরচর সেভেন লায়ন্স ক্লাব বিজয়ী হয়। খেলার প্রথম পুরস্কার হিসেবে ১০০ সিসির মোটর সাইকেল উপহার দেয়া হয়। এছাড়াও রানারআপকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।